যোগদানের সময় থেকে পরবর্তী চার বছর তারা দায়িত্ব পালন করবেন।
Published : 17 Oct 2024, 10:36 PM
খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
যোগদানের সময় থেকে পরবর্তী চার বছর তারা দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল করিম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. আলিমুল ইসলাম।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান।
আর কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া।