আগামী ১৫ সেপ্টেম্বর দাখিল পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩ অক্টোবর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ওই পাঁচজন হলেন- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মো. আবদুস সোবহান মিয়া গোলাপ ও মনজুর হোসেন।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুলাই স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন- ১৯৭৩ এর ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ওই পাঁচ জনকে মনোনয়ন দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১০৫ জন সিনেট সদস্য থাকেন, তার মধ্যে পাঁচজনকে মনোনীত করে থাকেন জাতীয় সংসদের স্পিকার।