দলটিতে রয়েছে প্রায় অর্ধশত শিক্ষার্থী।
Published : 08 Aug 2023, 09:34 PM
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোসাব’র এবারের আসরে রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ‘ব্র্যাকইউ ডুবুরি’।
সেই সাথে এই প্রতিযোগিতায় ইনজেনুইনিটি স্পেশাল অ্যাওয়ার্ডও জিতেছে দলটি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩১ জুলাই থেকে ৬ অগাস্ট অনুষ্ঠিত এ বছরের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪টি দল অংশ নেয়।
প্রতিযোগতায় প্রথম হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ব্র্যাক ইউনিভার্সিটি দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ইউনিভার্সিটি অব আলবার্টা।
বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ব্র্যাকইউ ডুবুরি’ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে যেমন চলাচলে সক্ষম, তেমনই মেশিন লার্নিংয়ের মাধ্যমে উপাত্ত সংগ্রহও করতে পারে। এটি পানি দূষণ হ্রাস, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে টেকসই সমাধান প্রদান করতে পারে; সেই সাথে মানুষের জন্য অভিযান পরিচালনা করা দূরহ- এমন ক্ষেত্রে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ এবং গবেষণা পরিচালনা করতে পারে।
বাংলাদেশের কথা মাথায় রেখে ব্র্যাকইউ ডুবুরিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি অপেক্ষাকৃত কম আলো এবং ঘোলা পানিতেও ভালো দেখা যায়। স্রোতযুক্ত পানিতে যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেজন্য এতে আছে আটটি অত্যাধুনিক থ্রাস্টার।
ব্র্যাকইউ ডুবুরি দলটির উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খলিলুর রহমান, সহ উপদেষ্টা হিসেবে আছেন রিসার্চ অ্যাসিসটেন্ট সায়ন্তন রায় অর্ক ও নাইম হোসেন সৈকত।
ব্র্যাকইউ ডুবুরি দলটিতে রয়েছে প্রায় অর্ধশত শিক্ষার্থী। দলনেতার দায়িত্ব পালন করছেন এটিএম মাসুম বিল্লাহ মিশু এবং সহ দলনেতা হিসেবে রয়েছেন মাহফুজুল হক।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, “রোবোটিকসে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা এবং এই ধরনের সাফল্যই বলে দিচ্ছে যে, ব্র্যাক ইউনিভার্সিটিও এতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”