বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান; আর সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক সিরাজুল হক আলো।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে পরিষদের পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটরা ভোট দিয়ে তাদের নির্বাচিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ খান।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ ওয়াজেদ মিয়ার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক লোকমান হেসেন।