ক্লাস, পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে চালুর সিদ্ধান্ত।
Published : 06 Aug 2024, 03:38 PM
কারফিউ ওঠার পর মঙ্গলবার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আবাসিক হলে কেবল বৈধ শিক্ষার্থীদের ওঠানোর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় আজ মঙ্গলবার থেকে খোলা এবং হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলে শিক্ষার্থীরা সেদিনই হল ত্যাগ করেন। তবে শিক্ষকরা তাদের আবাসিক ভবনে বসবাস করেন।