এর আগে ২৮ জানুয়ারি কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি পান তিনি।
Published : 29 Feb 2024, 09:30 PM
ডিজিটাল নিরাপত্তা আইনের নিউ মার্কেট থানার মামলাতেও অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।
বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।
ভারপ্রাপ্ত পেশকার জুয়েল রানা জানান, এদিন অভিযোগ গঠনের শুনানি ছিল। তবে অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেয় আদালত। পাশাপাশি মামলার আরেক আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
শুনানির সময় আদালতে ছিলেন খাদিজাতুল কুবরা।
এর আগে গত ২৮ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি পান খাদিজাতুল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা একটি ইউটিউব চ্যানেল চালাতেন। সেখানে ‘সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ’ করার অভিযোগে ২০২০ সালে খাদিজা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয় কলাবাগান ও নিউ মার্কেট থানায়।
এক সপ্তাহের ব্যবধানে করা ওই দুই মামলার এজাহারের অভিযোগ এবং বর্ণনা প্রায় একই রকম। মামলার দুই বছর পর ২০২২ সালের ২৭ অগাস্ট খাদিজাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। তখন থেকে কারাগারে ছিলেন এই শিক্ষার্থী।
এক মামলায় অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা
গ্রেপ্তার হওয়ার পর অধস্তন আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে। গত বছরের ১৬ ফেব্রুয়ারি হাই কোর্ট তাকে জামিন দিলেও তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ জুলাই বিষয়টি আপিল বিভাগে ওঠে। পরে আদালত বিষয়টি চার মাসের জন্য মুলতবি করে।
গত ১৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাই কোর্টের জামিন আদেশই বহাল থাকে।
এরপর ২০ নভেম্বর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খাদিজা।