উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা।
Published : 12 Aug 2024, 01:33 PM
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের আলটিমেটামের মুখে পদ ছাড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ জানিয়েছেন রোববার রাতে উপাচার্য পদত্যাগপত্র দেন।
নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের নিয়োগ সরাসরি রাষ্ট্রপতির কাছ থেকে। তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।”
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন হলের প্রভোস্টরাও বিভিন্ন সময়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর আহমদ।
গণবিক্ষোভে গত ৫ অগাস্ট সরকারপতনের পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তনের ঢেউ লেগেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিচারপতি, আইনি কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যরাও দায়িত্ব ছাড়ছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বুধবার উপাচার্য অধ্যাপক আবু তাহের, প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। পরে তা বাড়িয়ে শুক্রবার ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
কিন্তু শিক্ষকরা ওই সময়ের মধ্যে পদ না ছাড়ায় আন্দোলনকারীরা উপচার্যের বাসভবন এবং প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
গত ১৯ মার্চ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক অধ্যাপক আবু তাহেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে তিনি শিক্ষকতা শুরু করেন। এ বিভাগের সভাপতির দায়িত্ব ছাড়াও তিনি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছেন।
কর্মজীবনে জীবন বীমা করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্বও সামলেছেন অধ্যাপক তাহের।