বিআইএসসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 05:53 PM
Updated : 2 Feb 2023, 05:53 PM

ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএসসি, নির্ঝর) আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিআইএসসি, নির্ঝরের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএসসি, নির্ঝরের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিব উল্লাহ, কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কে এম জাহীদুল হাসান।

সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল নজরুল বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সঠিক লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করে শৃঙ্খলার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে।”

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর প্রায় ৩৬টি ইভেন্টে ১ হাজার ২০০ শিক্ষার্থী সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল ৪টি আন্তঃহাউজ (রফিক, জব্বার, বরকত ও সালাম) ভিত্তিক ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ এবং ক্ষুদে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এছাড়াও শিক্ষার্থীদের ডিসপ্লে ‘বৈচিত্র্যের বন্ধনে বাংলাদেশ’ ছিল আকর্ষণীয়।

২০১৫ সালে ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।