গেল ২ ফেব্রুয়ারি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার ৮ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো।
Published : 14 Oct 2022, 10:00 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম-এসএম হল ছাত্রলীগের ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকারের সুপারিশে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানান।
দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার পর গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
তখন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি হিসেবে তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক হিসবে মিশাত সরকারের নাম ঘোষণা করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা জায়গা পেলেন-