অনুষ্ঠানে অদিতি মহসিন রবীন্দ্র সংগীত এবং বিজন চন্দ্র মিস্ত্রী নজরুলগীতি পরিবেশন করেন।
Published : 31 Jul 2023, 07:13 PM
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সংগীত সন্ধ্যার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা আবাসিক ক্যাম্পাসে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে অদিতি মহসিন রবীন্দ্র সংগীত পরিবেশন করেন; নজরুলগীতি পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী।
আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে।
আইইউবি মিউজিক ক্লাবের দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, “উদার কলা ও মানবিকী চর্চা যথা- চিত্রকলা, সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রের সঙ্গে সখ্য গড়ে না উঠলে একজন শিক্ষার্থীর মাঝে মানবিক গুণাবলি গড়ে ওঠা কঠিন। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সবসময়ই একটি সাংস্কৃতিক আবহ বজায় রাখার চেষ্টা করি।”
আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের পরিচালক আহমেদ আহসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বক্তব্য দেন।