“আমাদের শিক্ষার্থীদেরও ডিমান্ড আছে, আমরা যেন সরে যাই।”
Published : 10 Aug 2024, 04:27 PM
শেখ হাসিনা সরকারের মেয়াদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন।
শনিবার তিনি শিক্ষা মন্ত্রাণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা মঙ্গলজনক হয়, সেটা করাই হল আমার দায়িত্ব। আমি মনে করেছি, এই সময়ে আমার পদত্যাগ যদি বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক হয়, সেই কাজটা করাকে শ্রেয় মনে করেছি। আমাদের শিক্ষার্থীদেরও ডিমান্ড আছে, আমরা যেন সরে যাই।
“পদত্যাগপত্রে আমি লিখেছি, আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের আমি উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।”
গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। ৪ নভেম্বর তিনি দায়িত্ব বুঝেন।
পদত্যাগের সিদ্ধান্ত আগেই নিয়েছেন জানিয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “সরকারের সম্মানিত একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। সিদ্ধান্তটা তো আগেই নিয়ে রেখেছি, সেটা আলোচনা করে কার্যকর করেছি।
“আমি চেয়েছি নতুন সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে আমি দায়িত্ব সরে যাব। কিন্তু আগেভাগেই পদত্যাগ করে সরে গেলাম, কোনো আলোচনা হলো না, এটা কোনো সৌজন্যতা নয়।”
উপ-উপাচার্যদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “এটা তাদের নিজ নিজ সিদ্ধান্ত। আমি তো কাউকে পদত্যাগ করতে বলতে পারি না, এটা তাদের নিজেদের সিদ্ধান্ত।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার আগাম অবসরের (আর্লি রিটায়ারমেন্ট) আবেদন করেছেন বলে জানান মাকসুদ কামাল।
এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানসহ ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেন।