উপাচার্য বলেন, “অবশ্যই আমাদেরকে অ্যালামনাইদের ওপর নির্ভর করতে হবে।”
Published : 31 Jan 2025, 01:46 PM
বিশ্ববিদ্যালয় পরিচালনায় সরকারের ওপর নির্ভরমীলতা কমানোর পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ চৌধুরী।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুবা) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় প্রতিষ্ঠান ও সর্বজনতার প্রতিষ্ঠান হিসেবে নিজের পায়ে দাঁড়াতে হলে অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, “শুধু সরকারের ওপর নির্ভর করে এ প্রতিষ্ঠান চালানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এ সরকারের আন্তরিকতা রয়েছে, এটি পরীক্ষিত। তবুও শুধু সরকারের রিসোর্সের ওপর নির্ভর করে কখনই পর্যাপ্ত লক্ষ্যে পৌঁছাতে পারব না।
“দ্বিতীয়ত, যতই আমি সরকারের ওপর নির্ভরশীল হব ততই আমার মেরুদণ্ড বাঁকা হবে, একদম পরিষ্কার। আমি রাজনীতিতে নেই, তাই কূটনৈতিকভাবে এমন তিক্ত সত্য বলার কোনো মানে নেই। সরকারের ওপর আমরা যত নির্ভরশীল হব আমাদের সবচেয়ে বড় শক্তি, স্বায়ত্তশাসনে তত আপস করতে হবে। তাই অবশ্যই আমাদেরকে অ্যালামনাইদের ওপর নির্ভর করতে হবে।”
ডুবার নেতৃত্ব এবং সদস্যদের উদ্দেশ্যে ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আপনারা যে স্বেচ্ছাসেবী মনোভাব এবং সফলতা অর্জন করে আমাদেরকে দেখিয়েছেন তা আমাদেরকে গর্বিত করেছে।”
ডুবা সভাপতি ড. মো. আতহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পুনর্মিলনী অনুষ্ঠানে বোটানি বিভাগের ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকেকে বিভিন্ন ট্রাস্ট থেকে সাত লাখ ৬৮ হাজার টাকার বৃত্তি দেওয়া হচ্ছে।
এই আয়োজন আরও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিহির লাল সাহা, ডুবার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবুল বাসার, সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়া উদ্দিন আহমদ, মেজবাহ উদ্দিন আলী প্রমুখ।