“ডাকসুটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারাই জিতবে, দেশের মানুষ ভাববে আগামী নির্বাচনে তারাই বিজয়ী হবে", বলেন মাহমুদুর রহমান মান্না।
Published : 10 Feb 2025, 12:36 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ‘অ্যাকাডেমিক পার্ট’ হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন অধ্যাপক শামীম রেজা।
রোববার ‘ডাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক বলেন, "অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদকে অন্তর্ভুক্ত করতে হবে। ডাকসুকে অ্যাকাডেমিক পার্ট এবং বছরব্যাপী কাজের অংশ হিসেবে দেখতে হবে৷'
'ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ধরন' বিষয়ক কমিটির সদস্য শামীম রেজা মনে করেন, “একবার সংস্কার করে পরে আর সংস্কার করা লাগবে না- বিষয়টি এমন নয়। প্রতি পাঁচ বছর পরপর পর্যালোচনা করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে `ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ ও `ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল' এই সংলাপ আয়োজন করে।
এতে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, "এত বড় অভ্যুত্থান একটা চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কেউ কিছু করতে পারছে না।"
তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন, তাহলেই বাংলাদেশ বাঁচানোর সম্ভাবনা থাকবে। ডাকসু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডাকসুতে যারাই জয়ী হবে, দেশের মানুষ ভাববে আগামী নির্বাচনে তারা বিজয়ী হবে।"
শামীম রেজা বলেন, “ছাত্র সংসদ নির্বাচন আগামী দিনের নেতৃত্ব তৈরি করে। যেসব বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা পড়ানো হয়, সেগুলোসহ সব বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার।
"ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডাকসুর বিষয়ে অটোনোমি হতে হবে, জাতীয় রাজনীতিতে যা-ই হোক, এর প্রভাব যেন ডাকসুর ওপর না পড়ে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও ডাকসু সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, "আমরা সব অংশীজনদের সঙ্গে কথা বলছি। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।"
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "অনেকে দাবি করে ছাত্রদল মনে হয় ডাকসু নির্বাচন দেরিতে চায়। কিন্তু এটি সত্য নয়। আমরা এর যৌক্তিক গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চাই।"
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাইন আহমেদ বলেন, "ছাত্র সংগঠনগুলোর সংস্কার প্রস্তাবের জন্য নির্বাচন দিতে দেরি হচ্ছে, এমনটি বলার সুযোগ নেই। এতটুকু সংস্কারে এত সময়ক্ষেপণ হওয়ার কথা নয়।"
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, "নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলো শিথিল করা হোক। দেড় থেকে দুই মাসের মধ্যেই যেন নির্বাচন দেওয়া হয়।"
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন," এত ফর্মালিটিজের দরকার নেই। মৌলিক সংস্কারটুকু করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হোক।"
চলতি মাসের ১৫ তারিখের মধ্যে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানান তিনি।