‘গাজায় ইসরায়েলের যুদ্ধঃ ফিলিস্তিনীদের চোখে শান্তির সংজ্ঞা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর পিস স্টাডিস।
Published : 13 May 2024, 07:50 PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আয়োজন ‘অ্যাম্বাসেডর টক’ এ অংশ নিয়ে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ভিয়েতনাম যুদ্ধের মত গাজার এ সহিংসতাও শিক্ষার্থীরাই থামাতে পারবেন।
সোমবার ‘গাজায় ইসরায়েলের যুদ্ধঃ ফিলিস্তিনীদের চোখে শান্তির সংজ্ঞা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভারন্যান্স এর সেন্টার ফর পিস স্টাডিস।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, তারা কারও সঙ্গে ঝামেলায় জড়াতে চান না। কিন্তু তাদের নিজ আবাস থেকে বের করে দিয়ে এ অবস্থায় আসতে বাধ্য করা হয়েছে।
অ্যাম্বাসেডর টকের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি এবং সংঘর্ষ নিয়ে কাজ করা সিপিএস বিশ্বের বিভিন্ন দেশের ধ্যান ধারণা জানার জন্য অ্যাম্বাসাডর টকের আয়োজন করে। আলোচনা ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি এবং শান্তির বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানার পরিচালনায় এ আলোচনায় সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালের উপ উপাচার্য (আইসি) ও কোষাধ্যক্ষ আব্দুর রব খান।