ভিন্ন কথা বলছেন ছাত্রলীগ নেতারা।
Published : 04 Jul 2024, 05:10 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা যাতে কর্মসূচিতে যেতে না পারেন, সেজন্য বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে আন্দোলনকারীদের ভাষ্য।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাস্টারদা সূর্য সেন হল ও কবি জসীম উদ্দীন হল ফটকে তালা দেওয়া হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলের ফটকে গেলে তালা খুলে দেওয়া হয়।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেও শিক্ষার্থীদের গেস্টরুমে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিজয় একাত্তর হলের ফটকে অবস্থান নেন ছাত্রলীগের প্রার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতদিনের মত বৃহস্পতিবারও ব্যানার নিয়ে সূর্যসেন হলের শিক্ষার্থীরা এক জোট হয়ে মিছিল নিয়ে আসে হলগেটে। কিন্তু ছাত্রলীগ নেতারা তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেন এবং হল গেট তালা মেরে দেন।
ছাত্রলীগের তরফে সেখানে নেতৃত্ব দেন হল শাখার সহ-সভাপতি মাহফুজুর রহমান, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, রাকিব উল ইসলাম, মুন্সী রাকিব হোসেন, তৌহিদুজ্জামান অভি, যুবরাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, প্রচার সম্পাদক ফয়সালসহ অনেকে।
আটকা পড়াদের একজন বলেন, “আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনে যেতে চাই। কিন্তু ছাত্রলীগ হল থেকে বের হতে দিচ্ছে না। ভিতরের ও বাহিরের গেট আটকে দিয়েছে। তারা হল গেটে অবস্থান করছে। যারাই হল গেটে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে।”
সূর্যসেন হলের এক দারোয়ান বলেন, “আমরা গেটের দায়িত্বে আছি ঠিকই। কিন্তু হল গেটে ছাত্রলীগ তালা মেরেছে। পোলাপানদের মিছিলে যেতে না করেছে। এখন হল চালায় ছাত্রলীগ, আমাদের কাছে নিয়ন্ত্রণ নেই।”
হল গেইটে তালা দেওয়ার বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূইয়াকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে ছাত্রলীগ নেতা রাকিব উল ইসলাম বলেন, “একদল শিক্ষার্থী মিছিল নিয়ে একসাথে স্লোগান দিচ্ছিল। আমরা মনে করেছি, কোনো ঝামেলা হয়েছে। তাই হল গেইটে তালা দিয়েছি। পরে তারা খুলে দেওয়া হয়েছে।”
এবিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।