‘বিজনেস সামিটে’ দেশের সম্ভাবনার গল্প বলবে এফবিসিসিআই

যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবসহ ১৭টি দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে সম্মেলনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 05:20 PM
Updated : 9 March 2023, 05:20 PM

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ এ বিনিয়োগকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানালেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

এতে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের সম্ভাবনার গল্পগুলো; থাকবে অন্তত ৩০ খাতে বিনিয়োগের সার্বিক তথ্য জানানোর ব্যবস্থা বলে জানান তিনি।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ১১ থেকে ১৩ মার্চ এ সম্মেলন হবে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন বলে জানান জসিম উদ্দিন।

বৃহস্পতিবার মতিঝিলে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ববাসীকে জানানো প্রয়োজন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবসহ ১৭টি দেশের সাতজন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবেন। এ পর্যন্ত ৭৫৫ জন দেশি ও বিদেশি নিবন্ধন করেছেন বলে জানান তিনি।

তৈরি পোশাক ছাড়াও ওষুধ, ভোগ্যপণ্য, অটোমোাবইল, প্লাস্টিকসহ ৩০টি খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে।

জসিম উদ্দিন বলেন, পাঁচ বছর আগেও আমাদের অর্থনৈতিক অঞ্চল ছিল না। অবকাঠামো খাতে সুযোগ সৃষ্টি হওয়ায় এখন বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। এসব সুযোগ তুলে ধরা হবে।

আগামী ৫০ বছর পর বাংলাদেশের অর্থনীতি কোথায় দেখতে চান ব্যবসায়ীরা সে বিষয়ের একটি ধারণামূলক তথ্যচিত্রও প্রদশর্ন করা হবে সম্মেলনে।

এতে তিনটি ভাগে ১৭টি প্লেনারি ও ১৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে; যেখানে ওষুধ, বস্ত্র, ট্যুরিজম, টেকসই জ্বালানি, অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামোসহ আবাসন খাতের বিনিয়োগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, শুধু সৌদি আরব থেকেই মন্ত্রীর নেতৃত্বে ৫৫ জন প্রতিনিধি আসবেন। বিনিয়োগ ইস্যুতে সরকারের সঙ্গে তাদের চারটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে ৩০টি খাতের বড় ব্যবসায়ীদের পণ্য ও সেবা নিয়ে স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর জ্যেষ্ঠ সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্য নেতারা।