টিসিবির চিনির দাম কেজিতে বাড়ল ১০ টাকা

খোলা বাজারে পণ্যটি এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 04:19 PM
Updated : 13 May 2023, 04:19 PM

খোলাবাজারে দাম বৃদ্ধির পর এবার টিসিবির চিনি কিনতেও কেজিতে ১০ টাকা বেশি গুনতে হবে। 

রোববার সকাল ১০টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকার মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের কাছে মে মাসের বিপণন কার্যক্রম উদ্বোধন করবেন।

টিসিবির মূল্য তালিকায় দেখা যায়, এ মাসে আগের মতোই একজন গ্রাহকের জন্য ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল রাখা হয়েছে। তবে কেজিতে ১০ টাকা বাড়িয়ে একজন ভোক্তার জন্য ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি বরাদ্দ রাখা হয়েছে। 

একসময় রাস্তার পাশে টিসিবির পণ্য সবার জন্য উন্মুক্ত থাকলেও এখন পণ্যগুলো কেবল ফ্যামিলি কার্ডধারী মাসে কিনতে পারছেন একবার। সারাদেশে এই কার্ডধারীর সংখ্যা ১ কোটি বলে বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে। 

খোলা বাজারে এখন প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটার ১৯৯ টাকা, মসুর ডাল প্রতিকেজি ১৪০ টাকা, চিনি প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।  

যদিও আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে চিনির দাম কেজিতে ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয় গত বুধবার। তাতে খোলা চিনি প্রতি কেজির দাম বেড়ে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজির দাম বেড়ে ১২৫ টাকা হওয়ার কথা।