গোয়াফেস্টে পাঁচটি ‘অ্যাবি অ্যাওয়ার্ড’ জিতল মাইন্ডশেয়ার বাংলাদেশ

তিনটি ব্রোঞ্জ, একটি সিলভার ও একটি গোল্ড জিতেছে মাইন্ডশেয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 01:49 PM
Updated : 28 May 2023, 01:49 PM

দক্ষিণ এশিয়ার বিভিন্ন এজেন্সির সঙ্গে প্রতিযোগিতা করে ‘ইনোভেটিভ ইউজ অব ইনটিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে পাঁচটি ‘অ্যাবি অ্যাওয়ার্ড’ জিতেছে বিজ্ঞাপনী সংস্থা মাইন্ডশেয়ার বাংলাদেশ।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইন্ডশেয়ার জানায়, ‘গোয়াফেস্ট- ২০২৩’- এ অংশ নিয়ে একটি করে গোল্ড ও সিলভার এবং তিনটি ব্রোঞ্জ জিতেছে তারা।

গত ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ভারতের গোয়া শহরের একটি হোটেলে গোয়াফেস্ট- এর ষেড়শ আসর বসে।

এতে মাইন্ডশেয়ার বাংলাদেশ রিন- এর ‘মাই নেম মাই আইডেন্টিটি’ ক্যাম্পেইন থেকে ‘গোল্ড’ অ্যাওয়ার্ড জিতেছে। ফুডপ্যান্ডা ‘পাউ-পাউ মিটস বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে সিলভার অ্যাওয়ার্ড, ফুডপ্যান্ডা ‘রমজান ক্যাম্পেইন’ থেকে একটি ব্রোঞ্জ, গ্রামীণফোন ‘২৫ বছর- এখনই সময়, এখনই আগামী’ এবং ‘মাইজিপি: পিপল’স সুপার অ্যাপ’ ক্যাম্পেইন থেকে আরও দুটি ব্রোঞ্জ পেয়েছে।

গোয়াফেস্ট দক্ষিণ এশিয়ার অন্যতম অ্যাডভার্টাইজিং ফেস্টিভাল; এর ‘মিডিয়া অ্যাবি’ অ্যাওয়ার্ড ভারতীয় অ্যাডভার্টাইজিং জগতের ‘অস্কার’ হিসেবে পরিচিত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।