যেসব কর্মকর্তা শতভাগ লক্ষ্য অর্জন করেছেন, তারা সার্টিফিকেট ও উপহার পেয়েছেন।
Published : 06 Oct 2023, 08:56 PM
কোহিনূর কেমিক্যালের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে এ সম্মেলন আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্মেলনে ২০২২-২০২৩ অর্থ বছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায়ে যেসব বিক্রয় ও বিপণন কর্মকর্তা ও কর্মীরা শতভাগ লক্ষ্য অর্জন করেছেন, তাদেরকে সার্টিফিকেট ও উপহার দিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।
কোহিনূর কেমিক্যালের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) এম জিয়াউল হাফিজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে প্রোডাক্ট নলেজের উপর মাসিক লিখিত পরীক্ষার পুরস্কার এবং র্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।