২ শতাংশের বদলে ব্যাংকগুলোকে রাখতে হবে ১ শতাংশ; কার্যকর ৩০ মার্চ থেকে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত সুবর্ণজয়ন্তী-২০২১ এ মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
গত ৩০ অক্টোবর ইউসিবির প্রধান কার্যালয়ে বিএসইসির দেওয়া এই পুরস্কার গ্রহণ উদযাপন হয় বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেদিন একই সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্ট মার্চেন্ট ব্যাংকের বছর পূর্তির অনুষ্ঠানও উদযাপন হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ ইউসিবি ব্যাংক ও ইউসিবি ইনভেস্টমেন্টের অন্যান্য কর্মকর্তারা এ উদযাপনে অংশ নেন।