ইভ্যালির অগ্রগতি জানা যাবে বৃহস্পতিবার

ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে কোম্পানির বর্তমান পরিস্থিতি জানানো হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 06:13 PM
Updated : 2 Oct 2022, 06:13 PM

হাজার কোটি টাকার দেনায় ডোবা ইভ্যালি কতটা ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করছে তা জানা যাবে আগামী বৃহস্পতিবার।

সেদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোম্পানির অগ্রগতি তুলে ধরা হবে বলে ই-কমার্স প্ল্যাটফর্মটির এক বার্তায় বলা হয়েছে।

আদালতের বিধিনিষেধের মধ্যে থাকা এই কোম্পানির সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনের আগে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেইজে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় ইভ্যালি।

এতে বলা হয়, আগামী ৬ অক্টোবর বিকাল ৫টায় ইভ্যালি সংক্রান্ত সব বিষয় নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করা হবে।

বন্ধ হয়ে যাওয়া ই কমার্স সাইটটির সার্ভার বকেয়া পরিশোধ করতে না পারার কারণে সুপ্ত অবস্থায় রয়েছে। ওই সার্ভারের মধ্যেই রয়েছে কোম্পানির প্রায় পাঁচ হাজার কোটি টাকার লেনদেনের ব্যাখ্যা। এই সার্ভার ফেরত আনার বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা দিতে পারেনি ইভ্যালি।

তবে আচিরেই দেশি সব নীতিমালা অনুসরণ করে বেচাবিক্রি শুরুর বারবার ফেইসবুকে ঘোষণা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ কর্মতৎপরতা সম্পর্কে জানতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

আদালতের নির্দেশে গঠিত ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শাহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবাদ সম্মেলনে সার্ভারের আপডেট দেওয়া হবে। দায়িত্ব পাওয়ার পর এখনও বোর্ড মিটিং হয়নি।

“সংবাদ সম্মেলনের আগে হয়ত মিটিং হতে পারে। আমার কাছে ইভ্যালি নিয়ে তেমন কোনো আপডেট নেই।”

ইভ্যালির সদ্য সাবেক পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সরকারি কর্মকর্তা মাহবুব কবীর মিলন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইভ্যালি নিয়ে সাড়ে তিন হাজার পৃষ্ঠার প্রতিবেদন আদালতে জমা আছে। ইভ্যালির নতুন পর্ষদ আদালতের পর্যবেক্ষণে চলবে। পর্যবেক্ষণ, মনিটরিং এবং নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে ইভ্যালি চলবে।

আদালতের অনুমোদনক্রমে গঠিত ইভ্যালির বর্তমান পর্ষদে রয়েছেন আগের চেয়ারম্যান এবং এটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের স্ত্রী শামীমা নাসরিন ছাড়াও রয়েছেন তার মা ফরিদা তালুকদার লিলি, ভগ্নিপতি মামুনুর রশিদ।

স্বতন্ত্র পরিচালক হিসাবে ই-ক্যাবের সহ-সভাপতি শাহাব উদ্দিনের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের উপ সচিব কাজী কামরুন নাহার রয়েছেন।

Also Read: ইভ্যালির সামনে শতশত পাওনাদারের ভিড়