আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে যুক্তরাজ্যের হাই কমিশনার

হাই কমিশনার বলেন, "বাংলাদেশের অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে। ফলে দেশের ভেতরেই ইলেকট্রনিক্সসহ নানা ধরনের পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।“

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 12:57 PM
Updated : 8 Feb 2023, 12:57 PM

বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন নরসিংদীতে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন।

বুধবার আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ হাই কমিশনার গত সোমবার ওই শিল্পপার্ক প্রদর্শনে গেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কপোর্রেট ফাইন্যান্স) উজমা চৌধুরী তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশনার ফ্রিজ, এসি, ফুটওয়্যারসহ প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। তিনি গ্রুপের সার্বিক কর্মকাণ্ডে ‘সন্তোষ’ প্রকাশ করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্যসামগ্রী উৎপাদন করায় প্রাণ-আরএফএল গ্রুপের ‘প্রশংসা’ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

হাই কমিশনার বলেন, "বাংলাদেশের অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে। ফলে দেশের ভেতরেই ইলেকট্রনিক্সসহ নানা ধরনের পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব পণ্যের চাহিদা মেটাতে আরএফএল ইলেকট্রনিক্সসহ প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

ভবিষ্যতেও প্রাণ-আরএফএল এর প্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থায়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, “প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স ও গৃহাস্থলী পণ্য মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখে। সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে প্রাণ-আরএফএল গ্রুপ বদ্ধ পরিকর।"

প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক নুর আলম, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার ফজলে রাব্বী এসময় উপস্থিত ছিলেন।