Published : 30 Aug 2023, 08:55 PM
কোমল পানীয় বা কার্বনেটেড বেভারেজের ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে কর হার পুনর্নির্ধারণ করা হয়।
গত অর্থবছর পর্যন্ত কার্বনেটেড বেভারেজের ন্যূনতম কর হার ছিল ০.৬০ শতাংশ। তবে চলতি অর্থবছরের বাজেটে কার্বোনেটেড বেভারেজ কোম্পানি পণ্য বিক্রি থেকে প্রাপ্ত আয়ের উপর কর (টার্নওভার ট্যাক্স) ৫ শতাংশ করা হয়।
এতে কোকা-কোলা, পেপসিসহ প্রায় সব কোমল পানীয়ের দাম বেড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এক লিটারের বোতল ৬০ টাকা থেকে ১০০ টাকায় উঠেছে।
এরপর কোমল পানীয়ের উপর ন্যূনতম কর ১ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল প্রাণ, ট্রান্সকম বেভারেজ, আব্দুল মোনেম ও কোকা-কোলা বাংলাদেশের মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
তারপরই এনবিআর কর হার পুনর্নির্ধারণ করল।