অভিযান শেষে দেনার দায়ে নেপালে আটকা পড়েছিলেন শাকিল, জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নগদ।
Published : 03 Aug 2023, 09:00 PM
হিমালয়ের ১৭০০ কিলোমিটারের ‘গ্রেট হিমালয় ট্রেইল’ জয় করে দেশে ফেরার পর ধন্যবাদ জানাতে নগদের প্রধান কার্যালয়ে গেলেন অভিযাত্রী ইকরামুল হাসান শাকিল।
আর্থিক সংকটের কারণে শাকিল দেশে ফিরতে পারছেন না জানার পর নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
ওই ঘটনায় নিজের ভালো লাগা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই গত মঙ্গলবার শাকিল নগদ কার্যালয়ে যান বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নগদ।
এর আগে বিশ্বে কেবল ৩২ জন এই ট্রেইলে অভিযান সম্পন্ন করতে পেরেছেন। বাংলাদেশের প্রথম অভিযাত্রী এবং বিশ্বের ৩৩তম অভিযাত্রী হিসেবে এই ট্রেইলে সাফল্য পেলেও দেনাগ্রস্ত হয়ে শাকিল আটকে গিয়েছিলেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
১০৭ দিনের এই অভিযান শেষ করার জন্য শাকিলকে ধার করতে হয়েছিলো। কিন্তু অভিযান শেষ করার পর সেই দেনার অর্থ পরিশোধ না করে দেশে ফিরতে পারছিলেন না তিনি। গণমাধ্যমের খবরে বিষয়টি জানতে পেরে শাকিলের সংকট দূর করার জন্য এগিয়ে আসে নগদ।
শাকিল বলেন, “আমি তখন অভিযান শেষ করার পর হতবিহ্বল হয়ে পড়েছিলাম। নগদ এবং তানভীর ভাইকে ধন্যবাদ যে তারা আমাকে এবং বাংলাদেশের সম্মান উদ্ধার করেছেন।”
তিনি বলেন, “নেপাল সরকারের নতুন নিয়মের কারণে এই ট্রেইল জয় করার পথে আমাকে বেশ কিছু ধার করতে হয়েছিল। সেটা পরিশোধ করতে না পেরে আমি আটকে গিয়েছিলাম কাঠমান্ডুতে। এই খবর পত্রিকায় পড়ে তানভীর ভাইয়া আমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
“তিনি (তানভীর) ঢাকায় আমার বন্ধুদের ডেকে প্রয়োজনীয় অর্থ হাতে তুলে দেন। নগদ ও তানভীর ভাইয়ের কারণেই আমি দেশে ফিরতে পেরেছি। এ জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাই।”
গাজীপুরের কালিয়াকৈরের ছেলে শাকিল ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ থেকে পর্বতারোহণের প্রাথমিক শিক্ষা নিয়ে সর্বপ্রথম যাত্রা করেছিলেন কেয়াজো-রি পর্বতশৃঙ্গে।
তারপর ২০১৯ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে আরও প্রশিক্ষণ নেওয়ার পর তিনি লক্ষ্য ঠিক করেন এই হিমালয় ট্রেইল। সেটি জয় করে গত ৯ জুলাই কাঠমান্ডু পৌঁছান তিনি।
তবে ধারদেনা শোধ করতে আরও প্রায় তিন সপ্তাহ লেগে যাওয়ায় তার দেশে ফিরতে দেরি হয়েছে।