পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গুলিস্তান শাখা ও এসএমই ইউনিটের কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।
পেশাগত দক্ষতা বাড়াতে কর্মকর্তাদের নিজস্ব তত্ত্বাবধানে দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে 'প্রসেস, পলিসি অ্যান্ড গাইডলাইনস অব স্মল আন্ডাররাইটিং' শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এতে ঢাকাভিত্তিক ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট টিমের কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তারা।
মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।