শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে ক্রাউন সিমেন্টের ১ কোটি টাকা অনুদান

ঢাকার ধানমণ্ডিতে ১১ একর জমিতে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 02:46 PM
Updated : 9 March 2023, 02:46 PM

শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে আবাহনী লিমিটেডকে এক কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে ক্রাউন সিমেন্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মার্চ আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এতে বলা হয়, ঢাকার ধানমণ্ডিতে ১১ একর জমির উপর শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হবে; কমপ্লেক্সে ক্রিকেট ও ফুটবলের জন্য আলাদা মাঠসহ ইনডোর স্পোর্টস সুবিধা, জিমনেসিয়াম, সুইমিং পুল, প্রশিক্ষণ কেন্দ্র, ফুড কোর্ট ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রাউন সিমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন

বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানিতে দুই দশক ধরে শীর্ষস্থানীয় অবস্থানে থাকার পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবাহনী লিমিটেডকে এই অনুদান দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ক্রাউন্ট সিমেন্ট।