বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে কেএসআরএমের প্রায় দেড়শ কর্মকর্তা-কর্মচারী এই সেবা নেন।
Published : 13 Oct 2022, 05:04 PM
ইস্পাত প্রস্তুতকারী কোম্পানি কেএসআরএম মেডিকেল ক্যাম্প করে কারখানার কর্মীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেএসআরএম জানিয়েছে, বুধবার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনায় সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডে এই ক্যাম্প পরিচালিত হয়েছে।
এভারকেয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ ফায়সাল আজিজ, নিউরোলজির জ্যেষ্ঠ পরামর্শক হামিদুল হক ও মেডিসিন বিভাগের চিকিৎসক সাবিহা সুলতানা সেখানে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা দেন। কারখানার প্রায় দেড়শ কর্মকর্তা-কর্মচারী এই সেবা গ্রহণ করেন।
কেএসআরএমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম বলেন, “এই সেবা কর্মরতদের যেমন স্বাস্থ্য সচেতন করে তুলবে তেমনি কাজের প্রতি মনযোগী হতে সহায়ক হবে।”
এ ধরনের চিকিৎসাসেবা ভবিষ্যতেও পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেএসআরএম।
অন্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক (কারখানা) মুনতাসির মামুন, করপোরেট মেডিকেল অফিসার ডা. মিছবাহ উদ্দীন আহমেদ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট সম্পর্ক বিভাগের ব্যবস্থাপক রাম প্রসাদ সুশীল, সহকারী ব্যবস্থাপক রঞ্জন কুমার দাশ উপস্থিত ছিলেন এ সময়।