এছাড়া ঢাকার আশুলিয়ায় রিসোর্ট আটলান্টিস ও চট্টগ্রামের ফয়ে’স লেক রিসোর্টে রাত যাপনের সুযোগও থাকছে।
Published : 13 Dec 2023, 07:49 PM
কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর যে কোনো সার্ভিসে এখন ৩০ শতাংশ মূল্য ছাড় পাচ্ছেন ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) গ্রাহকরা।
এছাড়া কনকর্ড আর্কিটেক্টসের যে কোনো সেবা নিলে ঢাকার আশুলিয়ায় রিসোর্ট আটলান্টিস অথবা চট্টগ্রামের ফয়ে’স লেক রিসোর্টে কমপ্লিমেন্টারি দুই দিন এক রাত থাকার সুযোগও থাকছে।
সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে বলে কনকর্ড ইন্টেরিয়র ডেকো ইক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
চুক্তিতে কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর পক্ষে কনকর্ড গ্রপের চিফ মার্কেটিং অফিসার অনুপ কুমার সরকার সই করেন। আর ইবিএলের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এই সমঝোতা স্বাক্ষর করেন।