সিটি ব্যাংকের ‘এমপ্লয়ি ব্যাংকিং’ সেবা নেবে এডিএন টেলিকম

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 02:39 PM
Updated : 16 Nov 2023, 02:39 PM

নিজ কোম্পানির ব্যাংকিং কার্যক্রম ‘এমপ্লয়ি ব্যাংকিং’য়ের মাধ্যমে সম্পন্ন করতে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এডিএন টেলিকম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ, এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জিয়াউল হক।