এতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল ঠিক করা হয়।
Published : 31 Jan 2024, 07:18 PM
সারাদেশের ২৪১টি শাখার ব্যবস্থাপকদের নিয়ে ঢাকায় সম্মেলন করল ডাচ্-বাংলা ব্যাংক।
গত শনি ও রোববার অনুষ্ঠিত এ সম্মেলনে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল ঠিক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলন উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন সাদিয়া রাইয়ান আহমেদ।
তিনি বলেন, “কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোকে আরও সচেতন হতে হবে।"
উদ্বোধনী অনেুষ্ঠানে ব্যাংকের পরিচালক সায়েম আহমেদ, আবেদুর রশিদ খান, একরামুল হক উপস্থিত ছিলেন।