ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ঘানা, ইয়েমেন ও পূর্ব তিমুরে ফ্যান রপ্তানি করছে ওয়ালটন।
Published : 24 Mar 2024, 04:01 PM
চলতি মাসে ভারতের পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করছে দেশিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
এর মধ্য দিয়ে ভারতে ওয়ালটন পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারিত হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওয়ালটন ফ্যানের গ্লোবাল বিজনেস অপারেশন বিভাগের প্রধান আব্দুল লতিফ বলেন, ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে ফ্যান রপ্তানি করছে ওয়ালটন। চলতি মাসেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে দেশিয় ব্র্যান্ডটি।
রপ্তানি করা ফ্যানের মধ্যে রয়েছে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান ও টর্নেডো ফ্যান।
পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, মালদহ, শিলিগুড়ি, বারাসাত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার রপ্তানি হয়েছে ওয়ালটন ফ্যান।
ভারতে প্রতিবছরই ওয়ালটন ফ্যানের চাহিদা ও রপ্তানি বাড়ছে। গুণগতমান, সর্বশেষ প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়, টেকসই ও দীর্ঘস্থায়ীত্বকে যার প্রধান কারণ মনে করেন ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার সোহেল রানা।
তিনি বলেন, গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার জন্য ওয়ালটনের ‘ভিশন গো গ্লোবাল ২০৩০’ অর্জনের প্রক্রিয়ার একটি অংশ এই রপ্তানি।
বিশ্বের প্রায় শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে নিজস্ব কারখানায় তৈরি পণ্য রপ্তানি করছে ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যান ম্যানুফ্যাকচারিং প্লান্টে মাসে ৪ লাখ ইউনিট ফ্যান উৎপাদন করা সম্ভব।
বর্তমানে মোট ১২ ক্যাটাগরির শতাধিক মডেলের ফ্যান উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া বেশ কয়েকটি দেশ থেকেও ফ্যান রপ্তানির কার্যাদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড ম্যানেজার জাকিবুর রহমান সেজান।
ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ঘানা, ইয়েমেন ও পূর্ব তিমুরে ফ্যান রপ্তানি করছে ওয়ালটন।