বার্জার স্থাপত্য পুরস্কারের জন্য প্রকল্প আহ্বান

বুধবার এক সংবাদ সম্মেলনে এ অ্যাওয়ার্ডের ট্রফি উন্মোচন করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 04:13 PM
Updated : 10 August 2022, 04:13 PM

বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের উন্মুক্ত বিভাগে প্রকল্প আহ্বান করেছেন আয়োজকরা।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ অ্যাওয়ার্ডের ট্রফি উন্মোচন করে বিস্তারিত তুলে ধরেন স্থপতি কাজী এম আরিফ।

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সহযোগিতায় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০০৩ সালে ‘বার্জার ইয়াং আর্কিটেক্টস’ অ্যাওয়ার্ড চালু করে।

২০০৭ সালে এর নামকরণ হয় ‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকিচার (বিএইএ)’।

পুরস্কারের দশম আসরের বিভিন্ন দিক তুলে ধরে আইএবি সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, “উৎকর্ষের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের অ্যাওয়ার্ড স্থপতিদের অনুপ্রাণিত করে।”

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “সেরা কাজগুলো তৈরিতে আমাদের স্থপতিরা নিরলস কাজ করে যাচ্ছেন, কিন্তু অনেক সময় তাদের সৃষ্টিশীল কাজগুলো স্বীকৃতি পায় না। যোগ্য স্থপতিদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতেই এ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।”

বার্জারের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহসিন হাবিব চৌধুরী বলেন, “এ স্বীকৃতিদানের ২০ বছর হয়েছে। এ সময়ে আমরা বিভিন্ন বিভাগে মেধাবী স্থপতিদের স্বীকৃতি দিয়েছি। ভবিষ্যতেও স্থপতিদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।”