সেবার মান বাড়াতে অস্ট্রেলিয়ার ডিসিজি’র সঙ্গে বিপ্রপার্টির চুক্তি

চুক্তির ফলে বিপ্রপার্টির ব্যবসার পরিসর আরও বাড়বে বলে মনে করছেন কোম্পানির সিইও।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 01:58 PM
Updated : 29 Jan 2023, 01:58 PM

অস্ট্রেলিয়ার ডিজিটাল ক্ল্যাসিফাইড গ্রুপের (ডিসিজি) সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি বিপ্রপার্টি।

এই বিষয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, ফ্রন্টিয়ার মার্কেটে নিজেদের অবস্থান ধরে রাখা, ব্যবসার পরিসর বাড়ানো ও সেবার মান বাড়ানোর অংশ হিসাবে ডিসিজি’র সহায়তা নেবে বিপ্রপার্টি।

প্রপার্টি ক্ল্যাসিফাইড প্রতিষ্ঠান হিসেবে ২০০৯ সালে ফ্রন্টিয়ার মার্কেটে যাত্রা শুরু করে ডিসিজি। ইতোমধ্যে কম্বোডিয়া, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি, লাওস ও ফিজিতে তাদের কাজের পরিধি বাড়িয়েছে। বিপ্রপার্টির সঙ্গে এখন বাংলাদেশে কাজ শুরু করল ডিসিজি।

জমি-ফ্ল্যাট কেনাবেচা, বাসা ভাড়া দেওয়া ও নেওয়াসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ করে বিপ্রপার্টি।

২০১৬ সালে ৯৯০টি প্রপার্টির তথ্য নিয়ে যাত্রা শুরুর পর বর্তমানে পাঁচ লাখেরও বেশি প্রপার্টির তথ্য একত্রিত করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কোম্পানির সিইও মার্ক নসওয়ার্দি বলেন, এই চুক্তির মাধ্যমে বিপ্রপার্টির প্রসারের পাশাপাশি ডিসিজি অন্যান্য মার্কেটের সঙ্গে কাজ করবে। ফলে এশিয়ান ফ্রন্টিয়ার মার্কেটে প্রপার্টি অপারেটর হিসেবে তাদের অবস্থান আরও দৃঢ় হবে।