বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
Published : 11 Sep 2024, 06:32 PM
দেশে গত অগাস্টের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৩ লাখ ৭১ হাজার টাকা দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি বুধবার জানিয়েছে, ট্রাস্টি বোর্ড, শিক্ষক ও কর্মকর্তারা স্বেচ্ছায় এ অর্থ দিয়েছেন। আর্থিক অনুদান ছাড়াও বন্যার শুরু থেকে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা নানাভাবে বন্যার্তদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে।
বন্যার্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে বিভিন্ন প্রকল্প ও গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক শামস রহমান বলেন, “সাম্প্রতিক বন্যা ফেনী, নোয়াখালী, কুমিল্লায় হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করেছে। এ সংকটে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে যদি ক্ষতিগ্রস্তদের কষ্টের কিছুটা লাঘব হয়, তাতেই আমাদের সার্থকতা।”