ইপিজেডের বাইরের শিল্প-কারখানার নিম্নতম মজুরি ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে সুপারিশ করবে এই বোর্ড।
Published : 12 Nov 2023, 10:43 PM
সারা দেশের পোশাক কারাখানার শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন বেতন নির্ধারণের পর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি বেধে দিতে মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয় ১১ সদস্যের ‘ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে গত ৯ নভেম্বর গেজেট প্রকাশ করেছে; যা রোববার প্রকাশ হয়েছে। শিগগিরই এই বোর্ডকে সুপারিশ দিতে বলা হয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে নিম্নতম মজুরি বোর্ডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদকে রাখা হয়েছে।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোর্শেদা আক্তার, বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজার নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনূর রহমান এবং অর্থ বিভাগের উপসচিব ফৌজিয়া রহমানকে মজুরি বোর্ডে রাখা হয়েছে।
বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহাদাত মোশাররাফ হোসেন, চট্টগ্রাম ইপিজেডের মেসার্স প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম ইপিজেডের মেসার্স জি এইচ হেইউয়ে কোম্পানি লিমিটেডের শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং ঢাকা ইপিজেডের মোসার্স এসজি, ইউকাস (বিডি) লিমিটেডেরে শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুক্তাকেও মজুরি বোর্ডে রাখা হয়েছে।
মজুরি বোর্ডকে ইপিজেড বা জোন বহির্ভূত এলাকার শিল্প-কারখানার নিম্নতম মজুরি বা বেতন কাঠামো এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ইপিজেডের বা জোনের শ্রমিক-কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করে সরকারের কাছে শিগগিরই সুপারিশ দিতে বলা হয়েছে।
এই বোর্ড প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে জানিয়ে গেজেটে বলা হয়েছে, সরকার প্রয়োজনে এই বোর্ড পুনর্গঠন করতে পারবে।