সম্মানীর অর্থ যেকোনো বিকাশ এজেন্ট থেকে বিনা খরচে ক্যাশআউট করা যাবে।
Published : 12 Jun 2024, 10:29 PM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘অর্থনৈতিক শুমারি-২০২৩’ প্রকল্পের সোয়া লাখ তালিকাকারী, গণনাকারী এবং সুপারভাইজারকে সম্মানী দেওয়া হবে মোবাইলে আর্থিক সেবা কোম্পানি বিকাশে।
এ ব্যাপারে অগ্রণী ব্যাংক ও বিকাশ কর্তৃপক্ষ একটি চুক্তি সইও করেছে বলে মঙ্গলবার বিকাশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুমারির কর্মীরা সম্মানীবাবদ প্রকল্পের ৪০০ কোটি টাকা পাবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই অর্থ যেকোনো বিকাশ এজেন্ট থেকে বিনা খরচে ক্যাশআউট বা উত্তোলন করা যাবে।
চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান, মো. আবুল বাশার, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও বিকাশের ভাইস প্রেসিডেন্ট, গভর্নমেন্ট পার্টনারশিপ মেহমুদ আশিক ইকবাল।