কোম্পানির বিভিন্ন বিক্রয় অঞ্চলের একশ জন পরিবেশক সম্প্রতি কক্সবাজারের এ সম্মেলনে অংশ নেন।
Published : 08 Apr 2024, 08:39 PM
আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড 'রেইনবো পেইন্টস' এর পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোম্পানির বিভিন্ন বিক্রয় অঞ্চলের একশ জন পরিবেশক সম্প্রতি কক্সবাজারের এ সম্মেলনে অংশ নেন।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, রেইনবো পেইন্টস এর নির্বাহী পরিচালক কামরুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) নাজমুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) শাহজাহান সানী ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রাকিবুল আহসানসহ কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।