ইফতারের সময় সড়কে যানজটে আটকে থাকা মানুষের জন্য খাবার সামগ্রী বিতরণ করছে সিটি গ্রুপ।
Published : 15 Apr 2023, 03:23 PM
ঢাকার সড়কে তীব্র যানজটে আটকে থাকা মানুষের জন্য ইফতারের উদ্যোগ নিয়েছে সিটি গ্রুপ।
শনিবার সিটি গ্রুপের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতারের সময়ে যানজটে আটকে ব্যক্তিদের তারা জীবন ড্রিংকিং ওয়াটার, দুটি কুইক বাইট লেয়ার কেক ও খেজুর বিতরণ করছে।
মহাখালী, আবদুল্লাহপুর, শাহবাগ, মিরপুর, গুলশান, আসাদগেট, মালিবাগ, কাওরান বাজারের মতো ব্যস্ত এলাকাগুলোর রাস্তায় সেগুলো বিতরণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা চেয়েছি এমন কিছু করতে, যাতে সারাদিন রোজা রাখা মানুষগুলো সময়মত ইফতার করতে পারে। যেহেতু, যানজটে আটকে পড়া মানুষের জন্য আমাদের আয়োজন, তাই খাবারগুলোও আমরা সেভাবেই নির্বাচন করেছি, যাতে স্বাদ ও শক্তির একটি সমন্বয় থাকে।”