ক্যাম্পেইনটি ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।
Published : 26 Feb 2025, 09:58 PM
গ্রাহকদের জন্য ‘১.৩ ক্যাম্পেইন: ১ নম্বর অফারের মেলা’ নামে নতুন একটি প্রচারাভিযান চালু করেছে টেলিযোগাযোগ সেবার কোম্পানি গ্রামীণফোন।
বুধবার গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনটি ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে।
এ ক্যাম্পেইনে এয়ার টিকেট, শতভাগ ক্যাশব্যাক, জিপিফাই-য়ে ৬০ শতাংশের বেশি ছাড় ও নির্দিষ্ট রিচার্জ অ্যামাউন্টে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ এবং নতুন সিম অফার থাকবে গ্রাহকদের জন্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো অফারের মাধ্যমে সব গ্রাহক কিছু না কিছু পাবেন।এছাড়া জিডিএল, নোকিয়া বা আইটেল ফোন কিনে গ্রাহকরা বোনাস ডাটা পাবেন।
ক্যাম্পেইনে স্বপ্ন, চালডাল, ঘরের বাজার, আস্থা ফুড এবং যোগান থেকে বিভিন্ন কেনাকাটায় ছাড় পাবেন গ্রাহকরা।
এছাড়া ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেকের গিফট, পাঠাওয়ের ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপের সেবায় সেভিংস এবং ক্যাশব্যাক ও নানা ডিল রয়েছে বলে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে।
৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস এবং ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন জিপিস্টার গ্রাহকরা।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সংকল্পবদ্ধ। ‘১.৩ ক্যাম্পেইন’ শুধুমাত্র একটি আকর্ষণীয় অফারের সমাহার নয়, এটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।”