এই চুক্তির আওতায় সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম সিটিলাইভের (CityLive) মাধ্যমে গ্রাহকদের অনলাইন ডিজিটাল কালেকশন এবং আমারপের অর্থ প্রদানে সুবিধা দেবে।
Published : 10 Jan 2024, 08:23 PM
সিটি ব্যাংক এবং আমারপের (aamarPay) মধ্যে একটি ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি হয়েছে।
সম্পতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমারপে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ফিনটেক কোম্পানি যারা দেশের এসএমই এবং অন্যান্য কোম্পানিকে পেমেন্ট গেটওয়ে সল্যুশন দেয়।
এই চুক্তির আওতায় সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম সিটিলাইভের (CityLive) মাধ্যমে গ্রাহকদের অনলাইন ডিজিটাল কালেকশন এবং আমারপের অর্থ প্রদানে সুবিধা দেবে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং আমারপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা এ এম ইশতিয়াক সারোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের ইভিপি অ্যান্ড হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহ্সিন হক, আমারপের চিফ অপারেটিং অফিসার আবদুল মুকতাদির আজাদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।