বিজিএমইএ সভাপতির  দায়িত্ব নিলেন ফারুক হাসান

মহামারীর কারণে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 04:19 PM
Updated : 13 April 2021, 04:19 PM

মঙ্গলবার নতুন সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে নতুন পর্ষদের নেতারা সংগঠনের প্রধান কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হন। গণমাধ্যম কর্মীসহ অন্যান্য অতিথি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকেন। 

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য সাবেক পষর্দের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সভাপতি।

নতুন পর্ষদে চট্টগ্রামের পোশাক ব্যবসায়ী ওয়েল ডিজাইনার্সের সৈয়দ নজরুল ইসলাম প্রথম সহ-সভাপতি হয়েছেন। ঢাকার পোশাক ব্যবসায়ী সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা এসএম মান্নান কচি হয়েছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি।

অন্যান্য সহ-সভাপতি হলেন- ক্লাসিক ফ্যাশনসের শহীদউল্লাহ আজিম, ডিজাইন টেক্সট নিটওয়্যারের খন্দকার রফিকুল ইসলাম, মিসামি গার্মেন্টের মিরান আলী, সাদমা ফ্যাশন্স ওয়্যারের নাছির উদ্দিন ও চট্টগ্রামের এইচকেসি অ্যাপারেলের রকিবুল আলম চৌধুরী।

তৈরি পোশাক খাতের এ সংগঠনের নির্বাচন ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ফারুক হাসানের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত পরিষদ বেশিরভাগ পদ পেয়ে ৩৫ পরিচালকের পর্ষদে নির্বাচিতন হয়।