বিমানের ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজ আসা পিছিয়েছে

স্বল্প দূরত্বের গন্তব্যে যাত্রী পরিবহনের জন্য তিনটি ছোট আকারের উড়োজাহাজ বিমানের বহরে গত জুনের মধ্যে যুক্ত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 05:09 PM
Updated : 12 July 2020, 05:19 PM

ড্যাশ-৮ কিউ৪০০এনজি উড়োজাহাজ তিনটি এই বছরের মধ্যে বহরে যোগ হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

উড়োজাহাজগুলো কিনতে কানাডার দ্য এভিলেন্ট কোম্পানির সঙ্গে বিমানের চুক্তি আগেই হয়েছিল, সেগুলো এখন কয়েক ধাপে দেশে আসছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এয়ারক্রাফটগুলো আসার কথা ছিল গত মে-জুন মাসে। কিন্তু কোভিড-১৯ সংকটের মধ্যে এগুলো ধাপে ধাপে এখন ডিসেম্বর-জানুয়ারিতে আসবে।”

তিনি বলেন, “ড্যাশ ৮ দিয়ে আমরা রিজিওনাল ফ্লাইট চালাব। তিন ঘণ্টার মধ্যে আমাদের যেই গন্তব্যগুলোতে পৌছানো যায়, সেখানে বিমান ড্যাশ-৮ দিয়ে ফ্লাইট চালাবে।”

এতে ভাড়া কমবে বলে মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করছেন বিমান কর্মকর্তারা।

বর্তমানে বিমানের বহরে ১৮টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ১৩টি বিমানের নিজস্ব ও বাকি ৩টি ভাড়ায় আনা।

নতুন তিনটি যুক্ত হলে বিমান বহরে ড্যাশ-৮ মডেলের এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে ৫টিতে।

বিমানের জন্য ৭৪ আসনের টার্বোপ্রপ উড়োজাহাজ তিনটি কিনতে প্রতিটির জন্য ২২.৪২২ মিলিয়ন ডলার খরচের প্রস্তাব মন্ত্রিসভায় চার বছর আগে অনুমোদন পেয়েছিল।