দুবাই-আবুধাবি ফ্লাইট চালুর নতুন তারিখ দিল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট আগামী ১৩ ও ১৪ জুলাই চালু করতে যাচ্ছে তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 05:15 PM
Updated : 9 July 2020, 05:15 PM

এর আগে এ মাসের প্রথম সপ্তাহে আমিরাতের এই দুটি রুটে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও পিছু হটতে হয়েছিল বিমানকে।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আগামী ১৩ ও ১৪ জুলাই ঢাকা থেকে দুবাই ও আবুধাবিতে ফ্লাইট পরিচালনা করবে।

১৩ জুলাই থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার এবং ১৪ জুলাই থেকে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে সপ্তাহে মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে।

‘ভিজিট ভিসা’য় যারা এসব ফ্লাইটে যাত্রী হবেন, তাদের কোভিড-১৯ পরীক্ষা প্রতিবেদন আবশ্যক হবে বলে জানান তাহেরা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্চের পর গোটা বিশ্বে আকাশপথ সীমিত হয়ে আসে।

বিধিনিষেধ শিথিলের পর গত ১ জুন আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও বিমানের যাত্রী মেলেনি, যার ফলে আভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইটগুলোও চালাতে পারেনি রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

২১ জুন বিমান লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা শুরু করে। এরপর ১ জুলাই দুবাই ও আবুধাবি ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছিল।

তার কদিন পরই ওই দুটি ফ্লাইট বাতিলের কথা জানিয়ে বলা হয়েছিল, আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত দিয়েছিল। সে অনুযায়ী বিমান ৬-১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ এই ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।