লতিফুর রহমানের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 03:17 PM
Updated : 1 July 2020, 04:49 PM

এক শোকবার্তায় তিনি বলেন, “তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে হারিয়ে আমরা শোকাহত।”

দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন লতিফুর রহমান বুধবার মারা যান। তিনি ১৯৯৪-১৯৯৬ মেয়াদে এফবিসিসিআইর পরিচালক ছিলেন।

ট্রান্সকম গ্রুপ ছাড়াও লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন ।

তিনি লিন্ডে বাংলাদেশ এবং ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালক ছিলেন। এছাড়া তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি ছিলেন।

ডিসিসিআইর শোক

লতিফুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

এক শোকবার্তায় ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং বিশেষ করে বেসরকারীখাতে কর্মসংস্থান সৃষ্টিতে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান অসামান্য অবদান রেখে গেছেন।

“তার এ মৃত্যুতে শুধুমাত্র পরিবারের সদস্যবৃন্দই নয়, বরং পুরো দেশবাসী একজন সফল উদ্যোক্তাকে হারালো, যা আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”

এমসিসিআইর শোক

লতিফুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

তাদের শোকবার্তায় বলা হয়, “প্রায় সাত বছর ধরে এমসিসিআই সভাপতি ছিলেন লতিফুর রহমান। তিনি শুধু একজন প্রথিতযশা শিল্পপতি ও বিজনেস আইকনই নন, তিনি ছিলেন দূরদর্শী বাণিজ্যিক জ্যোতিষ্ক।”