প্রথম ফাইভ-জি অভিজ্ঞতা নিয়ে আসছে হুয়াওয়ে

প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) নেটওয়ার্ক সেবার অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পেতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 05:42 PM
Updated : 13 Jan 2020, 05:42 PM

আর এ সুযোগ নিয়ে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ মেলায়’ থাকবে এই সুযোগ।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ ওই মেলার উদ্বোধন করবেন।

এবার মেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থীরা হুয়াওয়ের প্যাভিলিয়নে সরাসরি ৫জি স্পিড ও লো- ল্যাটেন্সি অভিজ্ঞতা নিতে পারবেন।

এছাড়াও মেলার আকর্ষণ হিসাবে আনা হয়েছে বিশেষ একটি রোবট, যাকে হাতের ইশারায় পরিচালনা করে খেলা যাবে ফুটবল।

৫জি প্রযুক্তিতে কত দ্রুত ’হিউম্যান টু মেশিন’ কিংবা ’মেশিন টু মেশিন কমিউনিকেশন’, সম্ভব তা তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন বলে জানিয়েছে হুয়াওয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুয়াওয়ের প্যাভিলিয়নে একটি প্লে-জোন থাকবে, যেখানে সবাই ৫জি প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম ভি-আর উপভোগ করতে পারবেন। ৫জি ভি-আর পরার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী নিজেকে খুঁজে পাবেন স্কিইরত অবস্থায়।