সিম্ফোনির দ্বিতীয় কারখানা বঙ্গবন্ধু হাইটেক পার্কে

বঙ্গবন্ধু হাইটেক পার্কে সিম্ফোনি মোবাইল ফোনের দ্বিতীয় কারখানা স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 12:04 PM
Updated : 29 Nov 2018, 12:04 PM

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভা কক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশে সিম্ফনির মালিকানা প্রতিষ্ঠান এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

এডিসন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিম্ফোনি মোবাইলের দ্বিতীয় এ্যাসেম্বলিং এবং ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে এডিসন গ্রুপ। আর সে জন্য এই চুক্তি হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই কারখানাটি স্থাপন করা হবে। ইতোমধ্যেই কারাখানাটি স্থাপনের জন্য বঙ্গবন্ধু হাইটেক কর্তৃপক্ষের কাছ থেকে ৫ দশমিক ১৬ একর জমির বরাদ্দ পেয়েছে এডিসন গ্রুপ।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং এডিসন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় হাইটেক পার্কের প্রশাসন এবং অর্থ বিভাগে‌‍র পরিচালক খন্দকার আজিজুল ইসলাম এবং এডিসন গ্রুপের পরিচালক এবং হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর আবদুল মালেক মিয়াজীসহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকার অদূরে সাভারের জিরাবোতে সিম্ফনির প্রথম কারখানাটি চালু হয়েছে।