বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সার্কুলারের মাধ্যমে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Published : 13 Nov 2022, 08:28 PM
চলতি বছরের মতোই ২০২৩ সালে ব্যাংক খাতে ২৪ দিনের ছুটির তালিকা সার্কুলার আকারে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার সাধারণ ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ২২ দিনের সঙ্গে সমন্বয় করে ব্যাংক খাতের ছুটির তালিকা করে বাংলাদেশ ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এক সার্কুলারের মাধ্যমে তা জানিয়েও দেওয়া হয়।
গত ৩১ অক্টোবর সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন পায়।
প্রতি বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকের হিসাব-নিকাশের জন্য অতিরিক্ত দুদিন এ খাতে ছুটি থাকে। এ সময় গ্রাহক সেবা বন্ধ থাকলেও দাপ্তরিক কাজের জন্য খোলা থাকে ব্যাংক। এজন্য সরকারি ছুটি ২২ দিনের সঙ্গে আরও দুই দিন যোগ করে ব্যাংকিং খাতে ছুটি হয় ২৪ দিন।
তালিকায় থাকা সরকারি সাধারণ ছুটি ১৪ দিন ও সরকারের নির্বাহী আদেশের ছুটি রয়েছে আটদিন।
সাধারণ ছুটিসমূহ
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৮ মার্চ শব-ই-বরাত, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল নববর্ষ, শব-ই-কদর ১৯ এপ্রিল, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২২ এপ্রিল ঈদুল ফিতর, পহেলা মে- মে দিবস, ৪ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮ জুন ঈদ-উল-আযহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী, ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
আরও পড়ুন