২০২৩ সালেও সরকারি ছুটি ২২ দিন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ছুটি গতবারের মতোই আছে। কোনো চেইঞ্জ করা হয়নি।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2022, 11:30 AM
Updated : 31 Oct 2022, 11:30 AM

চলতি বছরের মত আসছে বছরেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ছুটি গতবারের মতই আছে। গতবার যেটা ছিল ছুটি, কোনো চেইঞ্জ করা হয়নি। গতবার ছয় দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে আট দিন।”

তিনি জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। তার মধ্যে দুদিনের ছুটি শুক্রবার এবং দুদিন শনিবারে পড়েছে।

সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা (বিজয়া দশমী), ঈদে মিলাদুন্নবী, বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিনের নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানান সচিব।

শব-ই-বরাত, বাংলা নববর্ষ, শব-ই- কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের দুই দিন এবং আশুরার দিন অন্যান্য বছরের মত নির্বাহী আদেশে ছুটি থাকবে।

আরও খবর

Also Read: ২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন