এই আয়োজনে সারা দেশ থেকে তিন শতাধিক ডিলার অংশ নেন।
Published : 17 Jan 2025, 04:06 PM
সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পার্টনারস মিট-২০২৪।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে এই আয়োজনে সারা দেশ থেকে তিন শতাধিক ডিলার অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, সোনিয়া সারিয়াত, এসএম আব্দুল ওয়াদুদসহ যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন বিভাগের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পরিক সংযোগ, অংশীজনের সাথে মতবিনিময়সহ গুরত্বপূর্ণ সেশনগুলোতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডিলারদের উদ্দেশে তিনি বলেন, “যমুনা ইলেকট্রনিক্সের সাথে আপনাদের ব্যবসায়িক সম্পর্ককে সুদৃঢ় করার মাধ্যমে আগামীর ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বছরে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবেন।”
যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম বলেন, “যমুনা গ্রুপ দেশের অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখছে। ২০ বছর আগে ইলেকট্রনিক্স পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করা হতো; কিন্তু এখন যমুনা দেশে আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য উত্পাদন করছে। এছাড়া আমরা বিদেশে রপ্তানির কার্যক্রমও শুরু করেছি।”
মনিকা নাজনীন ইসলাম বলেন, “আপনারা (ডিলার) আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি। আপনাদের আন্তরিক সহযোগিতা আর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। একসঙ্গে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে চাই।”
সোনিয়া সারিয়াত বলেন, “দেশীয় পণ্য উত্পাদন করে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। আজ যারা যমুনার ডিলারের দায়িত্ব পালন করছেন, তারা সবাই আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের সারথি। এ কারণেই আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”