Published : 12 Dec 2024, 09:28 PM
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি থাকার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলেছে, এসব ডিগ্রি না থাকলেও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়া যোবে।
এতে বলা হয়েছে, “ কোনো ব্যাংক কিংবা আর্থিক কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া যাবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা কোনো স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহী পদে কর্মঅভিজ্ঞতা সম্পন্ন স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিকেও স্বতন্ত্র পরিচালক পদে বিবেচনা করা যাবে।”
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বতন্ত্র পরিচালক পদে এতদিন অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হওয়ার নির্দেশনা ছিল। ফলে নির্দিষ্ট ডিগ্রি না থাকায় অনেক যোগ্য ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়া যেত না।
নতুন সার্কুলারে তা শিথিল করে বলা হয়েছে, এসব ডিগ্রি না থাকলেও অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা যাবে।
সার্কুলারে বলা হয়েছে, “সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে। তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক পেশাগত শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।”
নতুন বিধান অনুযায়ী, একজন স্বতন্ত্র পরিচালক তিন বছর করে সর্বোচ্চ দুই মেয়াদে ছয় বছর দায়িত্ব পালন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন বিধান অনুযায়ী কোনো স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাজনিত বিরূপ পর্যবেক্ষণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। একটি ব্যাংকে ২০ জন পরিচালক থাকলে তার মধ্যে কমপক্ষে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। আর যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০ সদস্যের কম হবে, সেখানে ন্যূনতম স্বতন্ত্র পরিচালক থাকতে হবে দুইজন।
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক কারা হতে পারবেন তা নিয়ে গত ১৩ মার্চ সার্কুলার দিয়ে কিছু নিয়ম কানুন ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এখন সেই সার্কুলারে কিছুটা সংশোধন করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের সম্মানী সর্বোচ্চ ৫০ হাজার